দুর্গাপুরে নিজের কেন্দ্র পরিদর্শণে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, সস্ত্রীক ভোট দান বিশ্বনাথ পাড়িয়ালের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
রাজ্য জুড়ে চলছে সপ্তম দফার নির্বাচন। একদিকে করোনার চোখ রাঙানী, অন্যদিকে সেই করোনাকে এড়িয়ে সাবধানে ভোট দেওয়ার উৎসাহ দেখা যাছে ভোটারদের মধ্যে। পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের ভোট এই সপ্তম দফাতেই। সকাল সকাল দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল সকাল সকাল স্ত্রী রুমা পাড়িয়ালকে সাথে নিয়ে এক সাথে ২৩৬ নং বুথে নিজেদের ভোটটি দিলেন।
ভোট দেওয়ার পর বিশ্বনাথবাবু জানান, তিনি সকাল থেকেই নিজের কেন্দ্রের বিভিন্ন বুথ পরিসর্শন করছেন। তিনি জানান, দু একটি বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়া ছাড়া আর সেভাবে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে।
অন্যদিকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এমএমসি মডার্ন স্কুলের বুথগুলোতে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার পরিদর্শন করলেন ভোটারদের সঙ্গে কথা বললেন।