কাঁকসায় বিজেপি প্রার্থী আসতেই তৃণমূল প্রার্থীর গাড়ি সরালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
কাঁকসার গোপালপুর হাই স্কুলের সামনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রদীপ মজুমদার গাড়ি সরিয়ে দিল কেন্দ্র বাহিনী জওয়ানরা।
প্রদীপ মজুমদার এর অভিযোগ বিদ্যালয়ের সামনে তার গাড়ি দাঁড় করানো ছিল। কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর গাড়ি বিদ্যালয় এর সামনে আসতেই প্রদীপ মজুমদার এর গাড়ি সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রশ্ন করা হলে তারা কোন উত্তর দিতে চাননি। তবে বিদ্যালয়ের সামনে প্রদীপ মজুমদার কে দেখে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সৌজন্যতা দেখান।