দুর্গাপুরে তৃণমূলের পোলিং এজেন্টকে বেধড়ক মারধর কেন্দ্রীয় বাহিনীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
বুথের বাইরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে লাউদোহা ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ২১৭ নং বুথে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জী। তৃণমূলের অভিযোগ ঐ বুথের দলের এজেন্ট বিশ্রামের জন্য বাইরে বেরিয়ে এলে অপর একজন এজেন্ট (রিলিভার) বুথে ধোকেন। বাহিনীর জওয়ানরা তাকে বুথে ঢুকতে বাধা দেয়। পরে কৃষ্ণেন্দু বাবু ওই এজেন্টকে নিয়ে ফের বুথে বসাতে গেলে জওয়ানরা তাকে বেধড়ক মারধর করে বলে কৃষ্ণেন্দু বাবুর অভিযোগ। তিনি মারাত্মক জখম হন। দলের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীকে মারধর করায় সরব হয় তৃণমূল। বিষয়টি কমিশনের কাছে জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।