অন্ডালে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ দায়ের কমিশনের কাছে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬এপ্রিলঃ
রানীগঞ্জ বিধান সভার অন্ডালের শ্রীরামপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠলো অতি সক্রিয়তার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর এলাকার ২৭৪ ও ২৭৫ নম্বর বুথে সকাল থেকে ভোট চলছিল শান্তিপূর্ণভাবেই। বেলা দুটো নাগাদ বাহিনীর অতি সক্রিয়তায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।
তৃণমূল নেতা কাঞ্চন মিত্র জানান শ্রীরামপুর এলাকায় প্রতিটি নির্বাচন হয় নির্বিঘ্নে । এদিনও ভোট হচ্ছিল শান্তিপূর্ণভাবে । কিন্তু বেলা দুটো নাগাদ বিনা প্ররোচনায় কেন্দ্র বাহিনী জওয়ানরা মারমুখী হয়ে উঠে । তৃণমূল কর্মী ও সাধারণ ভোটারদের উপর বাহিনী লাঠি চালিয়েছে বলে অভিযোগ করেন কাঞ্চন বাবু । লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন । এলাকায় বাড়ি বাড়ি ঢুকে ও কয়েকটি দোকানে ভাঙচুর চালায় বাহিনীর জওয়ানরা । বিষয়টি নির্বাচন কমিশনের আধিকারিকদের নজরে আনা হয়েছে বলে কাঞ্চন বাবু জানান । অন্যদিকে অভিযোগ অস্বীকার করা হয় বাহিনীর পক্ষ থেকে ।