দুর্গাপুরে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাংচুর, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
সপ্তম দফার ভোটে এবার পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। কোথাও তৃণমূলের কার্যালয়ে ভাংচুর তো কোথাও তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর তো কোথাও আবার কোথাও ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ভোটদানের শেষবেলায় ফের সমালোচনার মুখে পড়ল বাহিনীর ভূমিকা। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ১৪৭নং বুথ কাছে তৃনমূলের ক্যাম্পে ভাংচুর চালানো, তৃণমূল কর্মীদের মারধর সহ মহিলাদের গালিগালাজ করার অভিযোগ।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। তিনি বাহিনীর এই কান্ডের তীব্র নিওন্দা করে বলেন কোনো কারন ছাড়াই আচমকা কেন্দ্রীয় বাহিঈর জওয়ানরা ক্যাম্পে হানা দিয়ে ভাংচুর চালায়। তৃণমূল কর্মীদের মারধর করে। এমনকি সেখানে উপস্থিত মহিলাদেরও গালাগালি করে। তিনি আরো বলেন কেন্দ্রীয় বাহিনী পুরো বিজেপির নির্দেশে কাজ করছে। তাদের হয়ে ভোট করাচ্ছে। সাথে তিনি নির্বাচন কমিশনেরও সমালোচনা করে বলেন কমিশনও অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে রয়েছে।