ফর্ম পূরণ করেও ভোট দিতে না পেরে বিক্ষোভে দুর্গাপুর পুরসভার স্বাস্থ্যকর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭এপ্রিলঃ
ভোটের দিন পরিষেবার কর্তব্য পালনে কোনো খামতি রাখা যাবে না। আর সেই কারনে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটটি দিতে পারবেন বলে এক মাস আগে নির্দিষ্ট ফর্ম পূরণ করেছিলেন দুর্গাপুর নগর নিগমের ২৫৪ জন স্বাস্থ্যকর্মী। কিন্তু এতদিন আগে ফর্ম পূরণ করেও কোনো লাভ হল না ওই স্বাস্বকর্মীদের। আর তাই প্ররিবাদস্বরূপ তারা দুর্গাপুর নগর নিগমের সামনে ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।
তাদের অভিযোগ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করেও তারা কেন ভোট দিতে পারলেন না সেই বিষয়ে তারা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার কিংবা নগর নিগম কর্তৃপক্ষের কাছে গেলেও কোনো সদুত্তর তাঁরা পাননি বলে অভিযোগ ওই স্বাস্থ্যকর্মীদের।
উল্লেখ্য এই ২৫৪ জন স্বাস্থ্যকর্মী গতকাল অর্থাৎ সোমবার বিভিন্ন বুথে স্যানিটাইজার, গ্লাভস বিতরনের দায়িত্ব ছিলেন।