দুর্গাপুর থেকে দিল্লির করোনা আক্রান্তদের জন্য পাঠানো হল অক্সিজেন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১মেঃ
করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই এখন সব থেকে দুর্লভ কিংবা দুর্মূল্যও যে বস্তুটি সেটি হল অক্সিজেন। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে বহু করোনা আক্রান্তের। এমতবস্থায় করোনায় আক্রান্তের পরিবারের মধ্যে যেমন অক্সিজেন নিয়ে তৈরী হয়েছে ভীতি, তেমনই অক্সিজেনের প্রচুর চাহিদা তৈরী হয়েছে দেশ জুড়ে।
এমতবস্থায় অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দুর্গাপুর ইস্পাত কারখানা।
এ মুহূর্তে দেশের রাজধানী দিল্লিতে করোনার চিত্রটা ভয়ানক। সেখানে একটু অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গেছে মানুষের মধ্যে। এএমতবস্থায় দিল্লিবাসীর পাশে দাঁড়ালো দুর্গাপুর ইস্পাত কারখানা।
দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে আজ শনিবার তরল অক্সিজেন গেল দিল্লী। দুর্গাপুরের সগরভাঙ্গা জোনাল সেন্টারের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি অক্সিজেন এক্সপ্রেস কন্টেনার এদিন রেল রেকের মাধ্যমে দিল্লী গেল। দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিটা কন্টেনারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা দেয় ভারতীয় রেল। উপস্থিত ছিলেন সেলের আধিকারিক সহ কন্টেনার সংস্থার আধিকারিকগন।