কাঁকসায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২মেঃ
নির্বাচন পরবর্তী হিংসা।।কাঁকসার গাঙ্গুলী পাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা।
হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের একটি দল মিছিল করে এসে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বাড়ির কাঁচের জানালা। বাড়ির সদস্যরা বাড়ির ভেতরে থাকায় জন্য অল্পের জন্য রক্ষা পায় পরিবারের সদস্যরা।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।