দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২মেঃ
একুশের বিধানসভা নির্বাচনের ২৯৪টির মধ্যে ২৯২টি কেন্দ্রের বেশির ভাগ কেন্দ্রের ফলাফল প্রকাশিত। পশ্চিম বর্ধমান জেলার ৯টি কেন্দ্রেরও বেশির ভাগ কেন্দ্রের ফলাফল বেরিয়ে গেছে। দুর্গাপুরের দুটি কেন্দ্রের মধ্যে পশ্চিম কেন্দ্রটিতে ইতিমধ্যেই পদ্ম ফুটেছে। অপরদিকে পূর্ব কেন্দ্রের গণনা এখনও চলচঘে, যেখানে গেরুয়া আর ঘাস-ফুল শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই চললেও এগিয়ে রয়েছে তৃণমূল। এরকম একটি চিত্র যখন ফুটে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেখানে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসছে।
দুর্গাপুরের ১৪নং ওয়ার্ডের অন্তর্গত অর্থাৎ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওলদ কোর্ত মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালালো একদন দুষ্কৃতি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রবিবার দুপুরের দিকে জনা ২০-২৫ জনের একটি দল ‘খেলা হবে’ শ্লোগান দিতে দিতে বাইকে করে এসে বিজেপির কার্যালয়ে ভাংচুর চালায়। সাথে কার্যালয়ে উপস্থিত মহিলাদের অকথ্য ভাষায় গালগালাজ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী, যায় কেন্দ্রীয় বাহিনীও।
অপরদিকে, বেনাচিতি সংলগ্ন নতুনপল্লী এলাকায় একটি অ্যাম্বুলেন্সেও ভাংচুর চালায় দুষ্কৃতিরা। ঘটনাক ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনার পেছনেও হাত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তৃণমূল ভালো ফল করেছে যেটা বিজেপি মেনে নিতে পারছে না। তাই নিজেদের মধ্যে দোষারোপের কারনে এই ঘটনা ঘটিয়েছে।