করোনা মোকাবিলায় দুর্গাপুর নগর নিগমে জরুরী বৈঠক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫মেঃ
সারা দেশের সাথে সাথে রাজ্যে ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই একদিকে যেমন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে তেমনই ক্রমশঃ হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ ইত্যাদির যোগান কমছে। সাথে যোগান কমছে করোনা ভ্যাকসিনেরও।
সারা রাজ্যের সাথে সাথে এই একই পরিস্থিতি শহর দুর্গাপুরেও। এই শহরেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে তাদের পরিজনেরা শহরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন। কিন্তু ক্রমশই এই শহরের হাসপাতালগুলিতেও অভাব দেখা দিচ্ছে বেডের। এমতবস্থায় কি করনীয় তা নিয়েই আজ বুধবার একটু জরুরীভিত্তিক প্রশাসনিক বৈঠক হল দুর্গাপুর নগর নিগমে। দুর্গাপুর নগর নিগমের কমিশনার, ডেপুটি মেয়র থেকে শুরু করে বোরো চেয়ারম্যানরা তো এই বৈঠকে উপস্থিত ছিলেনই সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার সহ কয়েকজন চিকিৎসক।
দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য হল শহর দুর্গাপুরে ক্রমশ বাড়তে থাকা করোনার প্রকোপের কি করে মোকাবিলা করা যায়। সাথে শহরে যে হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বিভিন্ন হাসপাতালে ক্রমশ আকাল দেখা দিচ্ছে বেডের। রোগীর আত্মীয়রা রোগীদের নিয়ে বেডের জন্য বিভিন্ন হাসপাতালে হন্যে হয়ে ঘুরছেন। পাচ্ছেন না বেড, পাচ্ছেন না ঠিক মতো অক্সিজেন। অ্যাম্বুলেন্সের সিঁড়িতে বসেই মৃত্যু হচ্ছে রোগীদের। তাই কি করে রোগীদের জন্য আরো বেডের সংখ্যা বাড়ানো যায়, সাথে অন্যান্য পরিষেবাও সঠিকভাবে দেওয়া যায়, তার জন্যই এদিনের এই বৈঠক