আরো কড়া হল আংশিক লকডাউন, বাজারের সময়ে পরিবর্তন
আমার কথা, ৫মেঃ
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই রাজ্যের করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়লেন মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়েছে আংশিক লকডাউন। এবার আরো কড়া হল এই আংশিক লকডাউন।
যে যে সিদ্ধান্ত নেওয়া হল-
১) বাজার খোলা থাকবে সকাল ৭-১০, বিকেল ৫-৭
২) আগামীকাল অর্থাৎ ৬মে থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ। সরকারী বাস ও মেট্রো রেল চলবে ৫০%
৩) বিমানে যাতায়াতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। জরুরী ভিত্তিতে যাতায়াতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৪) ব্যাংক খোলা থাকবে সকাল ১০-২
৫) গয়নার দোকান খোলা থাকবে বেলা ১২-৩
৬) চালু থাকবে হোম ডেলিচারী ও অনলাইন পরিষেবা।
৭) বেসরকারি সংস্থায় ৫০% কর্মী নিয়ে কাজ করা যাবে।
৮) যে কোনো জমায়েতে নিষেধাজ্ঞা। অনুমতি সাপেক্ষে সর্বাধিক ৫০ জনের জমায়েত হতে পারে।
এছাড়া পূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শপিংমল, সিনেমা হল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, বিউটি পার্লার, সুইমিং পুল ইত্যাদি