উখরার বিখ্যাত হন্ডা পরিবারের সদস্যের গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮মার্চঃ
উখরার বিখ্যাত জমিদার হান্ডে পরিবারের এক সদস্য প্রদীপকুমার লাল সিংহ হান্ডের(৭২) গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো।
হান্ডে পরিবার সুত্রে জানা গেছে, আজ অর্থাৎ বুধবার সকালে প্রদীপবাবুর বাড়ির ভেতর থেকে গুলির আওয়াজ পেয়ে পরিবারের অন্যান্যরা গিয়ে দেখেন নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন প্রদীপবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে প্রদীপবাবুকে মৃত বলে জানান।
প্রদীপবাবুর পিসিমা উর্মিলা লাল সিংহ হান্ডে জানান বছর তিনেক আগে পর্যন্ত্য প্রদীপবাবু স্বপরিবারের কলকাতায় থাকতেন। তবে তাঁর ছেলে ঋদ্ধিলাল সিংহ হান্ডে কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকেন। তিন বছর আগে প্রদীপবাবু উখরায় তাঁর পৈত্রিকবাড়িতে ফিরে আসেন। তবে তাঁর স্ত্রী কলকাতাতেই বর্তমানে বসবাস করছেন। প্রদীপবাবুর পিসিমা আরো জানান যে প্রদীপবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। আর হয়ত সেই কারনেই তিনি আত্মঘাতী হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে উখরা ফাঁড়ির পুলিশ। সাথে যে আগ্নেয়াস্ত্র থেকে প্রদীপবাবুর মৃত্যু হয়েছে সেটিও উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গেছে একটি সুইসাইড নোট, যাতে লেখা রয়েছে প্রদীপবাবু আত্মহত্যা করেছেন আর তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে আগ্নেয়াস্ত্রটি প্রদীপবাবুর নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত কিনা আর সুইসাইড নোটের সাক্ষর প্রদীপবাবুর নিজের হাতে করা কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।