আংশিক লকডাউনে সরকারের সিদ্ধান্তে বিপাকে স্বর্ণ ব্যবসায়ীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৭মেঃ
সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সমস্ত সোনার দোকান খোলা রাখা হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে। আর এতেই সমস্যায় পড়েছেন কাঁকসার স্বর্ণ ব্যবসায়ীরা।
কাঁকসা হাটতলার স্বর্ন ব্যবসায়ী তারক দত্ত বলেন সরকারি ভাবে যে সময়টা সোনার দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেই সময়ে কোনো গ্রাহক আসে না।
শহর অঞ্চলে ক্রেতার দেখা মিললেও গ্রামাঞ্চলে বিশেষ করে মহিলারা সোনার দোকানে আসতে পারবেন না ।কারণ সেই সময় তারা রান্নাবান্নার কাজ করেন।
প্রশাসনের কাছে সোনার দোকান খেলার সময়ের পরিবর্তন করার আবেদন করেছেন কাঁকসা ব্লকের স্বর্নব্যবসায়ীরা।