দুর্গাপুরে বিজেপি কর্মীর দোকানে ভাঙ্গচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭মেঃ
ভোট পরবর্তী হিংসা যে জারি রয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে তা আরো একবার প্রমানিত হল দুর্গাপুরের স্টিল টাউনশিপের ঘটনায়। বিজেপি করার অপরাধে মনোজ সিং নামে এক ব্যবসায়ীর দোকানে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
কিরন সিং জানান এ-জোনের কনিষ্ক মার্কেটে দর্জির দোকান চালান তাঁর স্বামী। এছাড়াও তাঁর স্বামী একজন বিজেপি কর্মীও। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ একদল দুষ্কৃতি তাদের বাড়িতে এসে তাঁর স্বামীর খোঁজ করে। কিন্তু সেই সময় ওই বিজেপি কর্মী বাড়িতে না থাকায় কিরনদেবীর ছেলেকে ওই দুষ্কৃতিরা ব্যাপক মারধর করে সাথে তাদের দোকানেও ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের তরফে। বলা হয় তৃণমূল নির্বাচনে জয়ী হয়েছে বলে বিরোধীদের রাগ। এটি হয় ওই ব্যবসায়ীর ব্যাক্তিগত কোনো শত্রুতার কারনে কেউ ঘটনাটি ঘটিয়ে শাসকদলের উপর দোষ চাপাচ্ছে আর নয়ত এটি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল।
তবে ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গতঃ দিন দুয়েক আগে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরর একটি সর্বদলীয় বৈঠক হয় এই ভোট পরবর্তী হিংসা রুখতে। মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূণ কাজি সেই বৈঠকে বলেছিলেন মহকুমায় আর যাতে কোন রাজনৈতিক হিংসার ঘটনা না ঘটে তার দিকে নজর দেবেন। সাথে এত প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ যে প্রয়োজনে আইনী পদক্ষেপও নেবেন।