অক্সিজেনের কালোবাজারি রুখতে দুর্গাপুরে বেসরকারী কারখানায় জেলাশাসকের অভিযান
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১মেঃ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য সহ সমগ্র দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের চাহিদা। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। তাই করোনা সঙ্কট মোকাবিলায় এবার আরো তৎপর হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে বেসরকারী এক মিশ্র ইস্পাত কারখানায় আসেন, সাথে ছিলেন দুর্গাপুর জিএসটি দফতরের আধিকারিকরা, দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী, ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।
জেলা শাসক এরপর কারখানার ভেতরে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার বিভাগ ঘুরে দেখেন। তারপর ডেকে পাঠান কারখানা কর্তৃপক্ষকে। এইখান থেকেই পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল নির্দেশ দেন কারখানা কর্তৃপক্ষকে যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডার তাদের কাছে মজুদ রয়েছে সেই সিলিন্ডার করোনা অতিমারীতে অক্সিজেন সঙ্কট মোকাবিলায় দিতে হবে, সেই মোতাবেক কারখানা কর্তৃপক্ষ প্রায় ২০০টি সিলিন্ডার বিনামূল্যে সরকারকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অক্সিজেনের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন তৎপর বলে জানান জেলা শাসক।
সাথে অবশ্য এই কারখানায় কোনো কালোবাজারি হচ্ছে না বলেও জেলা শাসক জানিয়েছেন। তবে অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে এত কারখানা থাকতে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা কেন এই কারখানায় এলেন তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্ন।