বীরভানপুর শ্মশানে কোভিড মৃতদেহ দাহকার্যে তোলাবাজির ভয়ঙ্কর অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২মেঃ
একেই বলে মরেও শান্তি নেই। মৃতদেহ সৎকারের জন্যও দর কষাকষির মতো জঘন্য অভিযোগ উঠল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে।
একদিকে যখন রাজ্য জুড়ে করোনার থাবায় জর্জরিত হয়ে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে। দেহ সৎকারের জন্য তৈরী করতে হচ্ছে অস্থায়ী শ্মশান সেখানে দুর্গাপুরে কোভিডে আক্রান্ত মৃতদেহ সৎকারের জন্য দর কষাকষির ঘটনায় নিন্দার ঝট বয়ে গেল শহরে।
দিন কয়েক ধরে অভিযোগ আসছিল যে করোনা মৃতদেহ ওই শ্মশানে নিয়ে যাওয়ার পর কারুর থেকে দশ হাজার তো কারুর থেকে পনেরো হাজার টাকা দাবি করা হচ্ছে আর এই অভিযোগ উঠছে ওই শ্মশানে বরাত পাওয়া একটি সংস্থার বিরুদ্ধে।
গতকাল অর্থাৎ মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ উঠল ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান এক যুবক। তার মৃতদেহ বীরভানপুর শ্মশানে দাহ করতে নিয়ে গেলে মৃতের আত্মীয়দের কাছ থেকে পনেরো হাজার টাকা চাওয়া হয়। আর এই টাকা না দিলে দাহ তো দুর গাড়ি থেকে মৃতদেহ নামাবেও না বলে জানান তারা। এরপর বিষয়টি কোকওভেন থানায় জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। তাদেরকে এই ধরনের তোলাবাজি বন্ধ করার জন্য বলাও হয়। বেশ কিছু সময় ধরে বাক বিতন্ডা চলার পর শেষে ভোর চারটে নাগাদ চার হাজার টাকায় রফা হয়।
বিষয়টি পুলিশের উচ্চস্তরে ও দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত আকারে জানানো হয়েছে।