দুর্গাপুরে সিপিআই(এম) এর দলীয় কার্যালয় দখলের অভিযোগ শাসদকদলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬মেঃ
সিপিআই(এম) এর দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এস বি এস টি সি মোড় সংলগ্ন এলাকায়। যদিও অভিযোগ অস্বিকার করেছে তৃণমূল কংগ্রেস।
কোকওভেন থানার অন্তর্গত ওই এলাকায় সিপিআই(এম) এর এই কার্যালয়টি দীর্ঘদিনের। অভিযোগ শনিবার রাতে ওই কার্যালয়টিকে সবুজ রঙ করে দেওয়া হয়। শুধু তাই নয় কার্যালয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে মূল ফটকে তালা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে সিপিআই(এম) এর কর্মী সমর্থকরা সেখানে গিয়ে কার্যালয়ে লাগানো তালা ভেঙ্গে দেয়। কার্যলয়ে দলের নাম লিখে ফের দখল নেয়। বিষয়টি জানার পরেই পুলিশকে খবর দেন সিপিআই(এম) এর কর্মী সমর্থকরা। খবর পেয়ে কার্যালয়ে যায় পুলিশ। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোন জমায়েত হতে দিচ্ছে না পুলিশ।