লকডাউনে ব্যাংকের নতুন সময়সূচিতে হয়রানিতে গ্রাহকরা, দুর্গাপুরে চরম উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭মেঃ
একেই ব্যাঙ্ক খুলছে দেরিতে, তার উপর আবার ঠিক মতো মিলছে না পরিষেবা, উত্তেজিত গ্রাহকরা ব্যাঙ্ক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়। উত্তেজিত ব্যাঙ্ক গ্রাহকরা ব্যাঙ্কের দরজা বন্ধ করার চেষ্টা করে, কর্মীদের একাংশকে ঘিরে ধরে বিক্ষোভও শুরু করে দেয়। সোমবার সকালে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রীজ এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কার্যতঃ স্বাস্থ্য বিধি শিকেয় তুলে দিয়ে গ্রাহকদের ভিড় আর লম্বা লাইনের জেরে পুলিশকে পরিস্থিতি সামলাতে বেশ বেগ পেতে হয়।
অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন তাঁরা, অথচ ১০.৩০টার অনেক পর ব্যাঙ্ক খুলছে এরপর বলছে লিঙ্ক ফেইল, আবার কখনো বলছে কর্মী নেই, দীর্ঘ লাইনে সেই ভোর বেলা থেকে লাইনে দাঁড়িয়ে এই সংকটময় পরিস্থিতিতে অহেতুক তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। যখন ২টো বাজলেই সরকারী বিধি মেনে ব্যাঙ্ক বন্ধ করতেই হয় তাহলে সময়মতো কেন ব্যাঙ্ক খুলছে না এই প্রশ্নও তুলেছেন উত্তেজিত গ্রাহকরা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর গ্যারেজের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।