একদিন পর দুর্গাপুরে নদের থেকে উদ্ধার তলিয়ে যাওয়া কিশোরের নিথর দেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮মেঃ
উদ্ধার হলো নদের জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ। ঘটনাটি ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত পানশিউলি। মৃত কিশোরের নাম অনিমেষ মন্ডল(১৮)।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর দুটো নাগাদ বন্ধুদের সাথে অজয় নদে স্নান করতে নামে পানশিউলির বাসিন্দা অনিমেষ মন্ডল। হঠাৎই অনিমেষ জলে তলিয়ে যায়। বন্ধুদের কাছে খবর পেয়ে নদীর ঘাটে ভীড় জমান কিশোরের পরিবার ও পাড়া-প্রতিবেশীরা। স্থানীয় বেশ কয়েকজন যুবক নদে নামে উদ্ধার কাজে। সন্ধ্যা পর্যন্ত বিস্তর খোঁজাখুঁজির পরও তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে উদ্ধারকাজে নামে আসানসোল থেকে আসা একটি উদ্ধারকারী দল। ব্যবহার করা হয় স্পিড বোট নামানো হয় প্রশিক্ষিত ডুবুরি। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধার হয় নিখোঁজ কিশোরের মৃতদেহ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃত কিশোরের বাবা জিতেন্দ্রনাথ মন্ডল জানান অনিমেষ স্থানীয় নতুনডাঙ্গা হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়তো। সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। অনিমেষ সাঁতার জানত না বলেও জানান জিতেন্দ্রনাথ বাবু।