“উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক অনলাইনে”-মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পড়ুয়াদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৮মেঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক অনলাইনে এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্তা-র কাছে মেল করে আবেদন জানাল পরীক্ষার্থীদের-র একাংশ । কোভিড সংক্রমণ থেকে বাঁচতেই এই আবেদন বলে জানায় তারা।
করোনা দ্বিতীয় ঢেউয়ের আগ্রাসন ভয়াবহ হয়ে ওঠায় মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুমা দাস সম্প্রতি জানান মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারেও যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১৫ই জুন। মহুয়া দেবী জানিয়েছেন তাঁরা সব থেকে অগ্রধিকার দিচ্ছেন পরীক্ষার্থীদের স্বাস্থ্যকে। পরীক্ষা জীবনের থেকে দামি হতে পারেনা। ৩০এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ ছাত্র-ছাত্রীদের নিজের নিজের স্কুলের নেওয়ার কথা জানানো হয়েছে।
নিজের নিজের স্কুলে পরীক্ষাতে আপত্তি রয়েছে পরীক্ষার্থীদের একাংশের। তাদের বক্তব্য অন্য স্কুলে পরীক্ষা দিতে গেলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে আর নিজের নিজের স্কুলে পরীক্ষা দিলে সংক্রমণ ছড়াবে না এটা কখনো হতে পারে না। তাই পরীক্ষা হোক অনলাইনে, যাতে নিজের নিজের বাড়িতে বসে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করুক পর্ষদ এমনটাই বক্তব্য তাদের। অনলাইন পরীক্ষার আবেদন জানিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এমনকি সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্তার কাছে মেল করে আবেদন জানানো হয়েছে বলে জানান অন্ডাল হাইস্কুলের ছাত্রী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিসা মুখার্জী। এই.চ.এস পাওয়ার student’s গ্রুপ নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে একটি গ্রুপে রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৬ হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই গ্রুপের সদস্য। গ্রুপের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ অন্যান্যদের কাছে আবেদন জানানো হয়েছে বলে নিসা মুখ্যাজি জানান। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাওড়ার সোমাশ্রী দাস, ম্যাটিনা রায়- রা জানান অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে আমরা বেশ কিছুদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার্থীদের মতামত তুলে ধরছি। আমাদের এই দাবিকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন শিল্পী রুপম ইসলাম, রাজনীতিবিদ নেপাল মাহাতো, অভিনেতা তথা সমাজসেবী সোনু সুদ সহ অনেক বিশিষ্টজনেরা। কোভিড পরিস্থিতিতে পড়ুয়াদের সুস্থতা ও ভবিষ্যতের কথা মেনে পর্ষদ যাতে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করে সেই বিষয়টি ভেবে দেখার আবেদন জানায় তারা।