দুর্গাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম উভয় পক্ষের কয়েকজন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১মেঃ
তৃণমূল পরিচালিত ক্লাবের উপর হামলা আর তা নিয়ে তুমুল সংঘর্ষ বিজেপি তৃণমূলের মধ্যে। যার জেরে আহত হল উভয় পক্ষেরই কয়েকজন কর্মী সমর্থকদের মধ্যে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লী এলাকায় রয়েছে একটি তৃণমূল পরিচালিত ক্লাব। তৃণমূলের তরফে অভিযোগ বৃহস্পতিবার রাতে ওই ক্লাবের ৪-৫ জন সদস্য ক্লাবের বাইরে বসে যখন গল্প করছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতি যারা বিজেপি আশ্রিত লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়।
স্থানীয় তৃণমূল নেতা রাজু সিং জানান বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালিয়েছিল গতকাল রাতে তাদের সাথে কয়েকজন তৃণমূল কর্মী ছিল বলে জানা গেছে। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হবে বলে জানান রাজু সিং। সাথে তিনি এও জানান এই হামলায় ওই ক্লাবের কয়েকজন সদস্য জখম হয়েছেন, যার মধ্যে একজনের চোট গুরুতর।
অপরদিকে চিন্ময় বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে তৃণমূলের লোকজন, তাতে চিন্ময় বিশ্বাসের পা ভেঙ্গে গেছে বলে অভিযোগ তাঁর স্ত্রীর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকসল।
ওদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ।