স্কুলের ফি দিতে অপারগ, অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়া হল দুর্গাপুরের পড়ুয়াদের কিয়দংশকে

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১জুনঃ
স্কুলের ফি দিতে না পারায় গত আড়াই মাস ধরে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত দুর্গাপুর বিধান নগর এলাকার প্রায় ১০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী।
অনলাইন ক্লাসে যোগদান করানোর জন্য সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানালেন স্কুলের ছাত্র ছাত্রীর অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ দুর্গাপুর বিধান নগর এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০জনেরও বেশি। করোনার জন্য স্কুল বন্ধ থাকায় চলছে অনলাইনে পড়াশোনা। গত আড়াই মাস ধরে স্কুলের বেতন না দিতে পারে প্রায় ১০০জনেরও বেশি ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজের মর্জি মাফিক কাজ করছেন। লকডাউন চলার ফলে সকলেই কর্মহীন হয়ে পড়েছেন, যার ফলে এই মুহূর্তে তাদের পক্ষে বেতন মেটানো সম্ভব নয়। তাই বিদ্যালয়ের আড়াই মাসের বেতন মকুব করে তাদের ছেলেমেয়েদের যাতে পুনরায় অনলাইন ক্লাসে যোগদান করানো যায় সেই বিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করলেন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।