দুর্গাপুরে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ জুলাইঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয়রা জানিয়েছেন দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে ২ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডারে উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার পর আসানসোলগামী রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক গাড়িটিকে আটক করেছে।
মৃত বাইক বাবলু ঘোষ(৪৬) গোপালমাঠ এর বাসিন্দা বলে জানা গেছে।