গান্ধীমোড় সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ জুলাইঃ
এক মহিলার ছাইয়ে আবৃত অর্ধনগ্ন পচা গলা মৃতদেহকে ঘিরে সাত সকালে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন এলাকায়। মহিলার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে গান্ধীমোড় সংলগ্ন ওই এলাকায় একটি ফাঁকা জায়গা রয়েছে যেখানে একদিকে বিভিন্ন যানবাহন পার্কিং করা হয়, এছাড়াও অঙ্গদপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পরিত্যক্ত ছাই এনে ফেলা হয়। আজ অর্থাৎ শনিবার সকালে এলাকার কয়েকজন ছেলে কারখানার ছাইয়ের গাদা ভাঙ্গা লোহা, তামা কুড়োতে গিয়ে দেখতে পায় ছাই গাদা থেকে মানুষের হাত বেরিয়ে আছে। তা দেখেই সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীদের অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহটি অঙ্গদপুর শিল্পতালুকের কোনো কারখানার পরিত্যক্ত ছাইয়ের সাথে ওই জায়গায় সম্ভবত এসেছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হল বা ওই মহিলার নাম পরিচয় কি তা জানার জন্য তদন্ত শুরু করেছে ফরিদপুর ফাঁড়ির পুলিশ।