দুর্গাপুরে বেসরকারী কারখানায় বিস্ফোরনে মৃত্যু শ্রমিকের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ জুলাইঃ
একটি বেসরকারী কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে। কাজল নায়েক(৪৭) নামে মৃত ওই শ্রমিক দুর্গাপুর সংলগ্ন উপসোল এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার সকালে ওই কারখানার ভেতর বিকট শব্দ শুনতে পান অন্যান্য শ্রমিকরা। যেখানে আওয়াজ হয় সেখানে তাঁরা ছুটে গিয়ে দেখেন অক্সিজেন সিলিন্ডার ফেটে কাজল নায়েক নামে ওই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ। কাজল নায়েকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।