দুর্গাপুরের এম.এ.এম.সির আবাসনে “অবৈধ”ভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ জুলাইঃ
দুর্গাপুর পৌরসভার এমএমসির আবাসনগুলিতে অবৈধ ভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
শুক্রবার দুর্গাপুর পৌরসভার এমএমসির বি-১ এলাকায় যে সমস্ত মানুষরা কোয়ার্টারের তালা ভেঙে বসবাস করছিলেন সেই সমস্ত বাড়িগুলি চিহ্নিত করে শুক্রবার নোটিশ দিলো এ ডি ডি এ।
ADDA আধিকারিকরা জানান, যে সমস্ত মানুষরা অবৈধভাবে বসবাস করছেন তাদের আইনি নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে ঘর খালি করার নোটিশ দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত বাড়িগুলি থেকে উচ্ছেদ করা হবে সেই সমস্ত বাড়িগুলি সহজে চিহ্নিত করার জন্য লাল কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিয়ে আসেন।
এদিকে ওই সমস্ত কোয়ার্টারে বসবাসকারী মানুষজনের বক্তব্য যে “ঘরগুলো খালিই পড়ে ছিল। আমরা গরীব মানুষ, আমাদের কোনো ঘর নেই। হঠাৎ করে এডিডিএ থেকে আমাদের ঘর ছাড়ার নোটিশ দিয়ে গেল। এখন আচমকা নোটিশে এই কদিনের মধ্যে পরিবার নিয়ে জিনিসপত্র নিয়ে কোথায় যাবো আমরা।”