দুর্গাপুরে কারখানায় দুর্ঘটনায় মৃত অস্থায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ আগস্টঃ
মৃত শ্রমিকের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। অস্থায়ী শ্রমিক মৃত কাজল নায়েকের পরিবারকে আর্থিক অনুদান বাবদ ৭ লক্ষ টাকা, তাঁর দুই সন্তানের জন্য ২ লক্ষ টাকা সহ সৎকার বাবদ আরো ৩০ হাজার টাকা ওই শ্রমিকের পরিবারের হাতে তুলে দেন বিশ্বনাথবাবু।
প্রসঙ্গতঃ ১১ জুলাই দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারী কারখানায় কর্মরত অবস্থায় অক্সিজেন সিলিন্ডার ফেটে কারখানার মধ্যে মৃত্যু হয় কাজল নায়েক(৪৭)-এর।