মাসির বাড়ি বেড়াতে এসে দুর্গাপুর ব্যারেজের ক্যানেলে তলিয়ে গেল যুবক

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ আগস্টঃ
ফিরে যাওয়ারই কথা ছিল কিন্তু এদিনটা মাসতুতো ভাইয়ের জন্মদিন। তাই জন্মদিন কাটিয়ে তারপর আগামীকাল বোলপুরে ফিরে যেতো বছর উনিশের বিশালের। কিন্তু একেই বলে বোধহয় নিয়তি। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল বিশাল। নেমেছে উদ্ধারকারী দল। প্রতিটা মুহূর্ত উৎকন্ঠায় কাটছে বিশালের মাসীর পরিবারের।
জানা গিয়েছে, বোলপুর কলেজে তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাস(১৯) দিন চারেক আগে দুর্গাপুরে আসে তার মাসির বাড়ি বেড়াতে। ১৪ আগস্ট বিশালের মাসতুতো ভাইয়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে আজকের দিনটা মাসির বাড়িতে থেকে রবিবার ১৫ আগস্ট ফিরে যাওয়ার কথা ছিল বিশালের।
বিশালের মাসতুতো ভাই বিভাস রুইদাস জানায় তার মা বলেন বাড়িতে দুটি ঠাকুরের মূর্তি রয়েছে। মূর্তি দুটি দামোদরের জলে বিসর্জন দিয়ে আসতে। তখন বিশালকে সাথে নিয়ে বিভাস দামোদরের বর্ধমান ক্যানেলে ঠাকুর বিসর্জন দিয়ে স্নান করতে নামে। কিন্তু স্নানে নেমে পা পিছলে জলে তলিয়ে যায় বিশাল। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলার দলও।