প্ররোচনায় পড়ে মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করেছিলেন বাসকর্মীরা, প্রশাসনের কাছে স্বীকারোক্তি
লকডাউনে পরিস্থিতি খারাপ বাসকর্মীদের। বাস চলাচল বন্ধ থাকার কারনে তাঁরা পরিবার নিয়ে অভুক্ত থেকে দিন কাটাচ্ছেন। তাদের না পাছেন রেশন আর না তাদের পাশে দাঁড়াচ্ছেন বাস মালিকরা। এই অভিযোগে চলতি মাসের ১৯ তারিখ রবিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত শিবপুর গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাসকর্মীরা। পরে পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে বিষয়টি মিটে গেলেও ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করে প্রশাসন। এরপর তদন্তে নেমে প্রশাসন জানতে পারে যে সেদিনের ঘটনার পেছনে কোনো ব্যাক্তির প্ররোচনা কাজ করেছে। পাশাপাশি সেদিনের অবরোধে সামিল হয়েছিলেন যে বাসকর্মীরা তাঁরাও স্বীকার করে নেন যে তাদের কেউ প্ররোচনা দিয়ে ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছেন।
এই বিষয়টি নিয়ে আজ শুক্রবার কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গুহ বাসকর্মী ও বাস মালিক দুপক্ষকে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বাস মালিকরা জানান যে, বাসকর্মীদের ন্যায্য পাওনা তাঁরা দিয়েছেন। পাশাপাশি সকলের সামনে বাসকর্মীরাও তাদের ভুল স্বীকার করে নেন। সাথে এও বলেন যে, তাঁরা বাস মালিকদের থেকে সাহায্য আর রেশন দোকান থেকে রেশন পেলেও তা দিয়ে পুরোপুরি অভাব মিটছে না। তাই সেদিন তাঁরা বিষয়টি নিয়ে প্রশাসনকে জানাতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক ব্যাক্তি তাদের ভুল বুঝিয়ে পথ অবরোধ করতে বাধ্য করেন আর পরে নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা অনুতপ্ত। সাথে তাঁরা এও প্রতিশ্রুতি দেন যে এই পরিস্থিতিতে তাঁরা সরকারের নির্দেশ মেনেই চলবেন।