স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ দুর্গাপুরে ব্যাংক আধিকারিকের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ সেপ্টেম্বরঃ
কাঁকসা থানার বামুনাড়া এলাকার একটি আবাসনে নিজের স্ত্রীকে কুকুরের বেল্ট গলায় লাগিয়ে ফাঁস দিয়ে হত্যার ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হল। সোমবার দুপুরে কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য মৃতদেহ খতিয়ে দেখতে হাজির হন কাঁকসা থানায়। এছাড়াও পুলিশ আধিকারিকরা ছিলেন এদিন থানা চত্বরে। খবর পেয়েই ওড়িশা থেকে মৃতার পরিবারের আত্মীয়স্বজন এসে উপস্থিত হয় কাঁকসা থানায়। ব্যাংক ম্যানেজারের কীর্তিতে চাঞ্চল্য ছড়ায় গোটা কাঁকসা জুড়ে। এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সহকারি ম্যানেজার বাড়ির পোষা কুকুরের গলার বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে নিজের স্ত্রীকে হত্যা করেছে বলে রবিবার রাত্রে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যাংক ম্যানেজার। রবিবার রাত্রে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর আগে শুরু হয় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। ধৃত ব্যাংক ম্যানেজারের নাম বিপ্লব পারীদা, মৃতার নাম ইপ্সা প্রিয়দর্শিনী। বিপ্লব পারীদা মায়াবাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহকারী ম্যানেজার। দুজনেই কটকের বাসিন্দা, ২০১৯ সালে বিয়ে হয়েছিল তাদের। গত তিন মাস ধরে বামুনাড়ার আবাসনে ভাড়া নিয়ে থাকছিলেন তারা। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল রাত্রে স্ত্রীকে খুন করার পর ব্যাঙ্ক ম্যানেজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিজেই বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতার পরিবারের অভিযোগ টাকার জন্য স্ত্রীকে চাপ দিতো তার স্বামী। টাকার জন্যই তাকে হত্যা করেছে বলে অভিযোগ মৃতার পরিবারের।