মাস্ক না পড়লে যমালয়ে যেতে হবে, উখরায় সতর্ক করলেন যমরাজ ও চিত্রগুপ্ত
ভাল কাজ করলে নাকি স্বর্গবাস হয় আর মন্দ কাজ করলে হয় নরকবাস- এমনই প্রবাদ চালু আছে আমাদের সমাজে। আর সেই প্রবাদকে কাজে লাগিয়ে কিছু বেপরোয়া মানুষ যারা এই করোনা যুদ্ধে অতি বড় দুঃসাহসের পরিচয় দিচ্ছেন। তাঁরা না পড়ছেন মাস আর না মানছেন লকডাউনের নিয়ম। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরী হচ্ছে। আর সেই ব্যাক্তিকে করোনা আক্রমন করলে তা সমাজের পক্ষেও ক্ষতিকর সেটা তাঁরা বুঝতে চাইছেন না। তাই তাদের ভয় দেখিয়ে সচেতন করার চেষ্টা করলেন যমরাজ ও চিত্রগুপ্ত। না এনারা অবশ্যই যমালয় থেকে সরাসরি আসেননি। এনারা এই মর্ত্যেই বসবাস করেন যারা নিজেরাও এই করোনা যুদ্ধে সামিল।
“বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা। যমালয় ভরে গেছে মৃতদেহে। এখনও সময় আছে, মাস্ক পড়ো, স্বাস্থ্যবিধি মেনে চলো” অন্ডালের উখরা বাজারে এভাবেই সকলকে সতর্ক করলেন যমরাজ ও চিত্রগুপ্তের সাজে সজ্জিত দুই ব্যাক্তি। আজ শুক্রবার সকাল থেকেই খনি অঞ্চলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়াস” এর দুই সদস্য ওই যমরাজ ও চিত্রগুপ্ত সেজে অন্ডালের উখরা বাজারেঘুরে বেড়ালেন সাথে পথ চলতি মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে মাস্ক না পড়লে কি বিপদ হতে পারে তারও আভাস দিলেন। সবজি বাজার থেকে শুরু করে স্থানীয় ব্যাংকের সামনে মানুষদের ভিড় দেখলেই তাঁরা বলে উঠলেন যে, “বিশ্বে করোনা তান্ডব চালাচ্ছে। যমালয় মৃওদেহে ভরে গেছে। এখনও সময় আছে। সতর্ক হও। মাস্ক পরো, স্বাস্থ্যবিধি মেনে চলো।”
এই স্বেচ্ছাসেবী সংগঠনের দুই সদস্যের কথায় যে একদম কাজ হয়নি সেটাও বলা যাবে না। কারন রাদের ওই ভীতি প্রদর্শণের পর অনেককেই তাদের কাছে ক্ষমা চেয়ে মাস্ক পড়ে নিতে দেখা যায়।