দুর্গাপুরে হাসপাতালে আসার পথে দুর্ঘটনায় জখম দুই চিকিৎসক

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৭ সেপ্টেম্বরঃ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই চিকিৎসক। শুক্রবার ভোর রাত্রে দু নম্বর জাতীয় সড়কে কাঁকসার খাটপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুই চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি গলসি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত দুই গাড়ির আরোহী গলসির বাসিন্দা। শুক্রবার ভোরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই চিকিৎসক ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
কাঁকসার খাটপুকুরের কাছে দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষন দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।