শুভেন্দুর বিরুদ্ধে “ক্রিমিনাল” কেস করা উচিত, দুর্গাপুর ব্যারেজ প্রসঙ্গে বিস্ফোরক সাংসদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ অক্টোবরঃ
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা উচিত দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে এভাবে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শনিবার বেলা ১১টায় দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন এবং তারপরেই দামোদরের জলে প্লাবিত হওয়া বাঁকুড়ার একাধিক এলাকা পরিদর্শনে যায় সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি এদিন শুভেন্দু অধিকারী কে এক হাত নিয়ে বলেন এক সময় শুভেন্দু সেচমন্ত্রী ছিলেন রাজ্যের। কি কাজ করেছেন। একজন দায়িত্বজ্ঞানহীন, বেইমান লোক। রাজ্যটাকে ডুবিয়ে দিয়ে গেছেন। এদিন সাংসদ আরো বলেন দুর্গাপুর ব্যারেজে এত পরিমান জল ছাড়া হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রীয় সরকার অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যের সাথে বৈমাত্রেয় সুলভ আচরন করছেন। ফোটো তোলা ছাড়া তিনি তো আর কোনো কাজই করেন না। এদিন কল্যান ব্যানার্জী বলেন রাজনীতি করা মন্তব্য না, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা রাজ্যের মানুষ, এভাবেই তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন দুর্গাপুর থেকে।