লিবারেশন দলে যোগ দিতে চলেছেন তৃনমূলের প্রাক্তন শ্রমিক নেতা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২২ অক্টোবরঃ
দীর্ঘদিন রাজনীতি-তে নিষ্ক্রিয় থাকার পর অবশেষে সিপিআই (এম-এল) লিবারেশন দলে যোগ দিতে চলেছেন তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় । আগামী ৭-ই নভেম্বর তিনি নতুন দলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর ।
আসানসোল-দুর্গাপুর খনি ও শিল্পাঞ্চলে বর্ষিয়ান শ্রমিক নেতা হিসেবে পরিচিত সোমনাথ চট্টোপাধ্যায় । প্রথম থেকেই তিনি বামপন্থী নকশাল সংগঠন এর সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । খনি শিল্পাঞ্চলের বিভিন্ন কল কারখানায় আন্দোলনের কারণে শ্রমিক নেতা হিসেবে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন এলাকায় । ২০০৭-৮ সালে সিঙ্গুরে জমি রক্ষার আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে বর্তমান তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা সেন, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শ্রমিক নেতা প্রদীপ ব্যানার্জি-র সাথে সোমনাথ বাবু ও নকশাল নেতা হিসেবে যোগ দেন । পরবর্তী সময়ে দোলা সেন, পূর্ণেন্দু বসু, প্রদীপ ব্যানার্জি-রা সরাসরি তৃণমূল দলে যোগ দিলও সোমনাথ বাবু নকশাল সাংগঠনেই থেকে যান । পরে তৃণমূল দলের প্রাথমিক সদস্যপদ পদ নেন তিনি । 2009 সালে সোমনাথ বাবু-কে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি- রাজ্য কোর কমিটির সদস্য করা হয় । সেই সাথে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার দায়িত্ব পান তিনি । কিছুদিনের মধ্যেই সংগঠনের নেতাদের একাংশ-এর সাথে বিরোধ বাধে সোমনাথ বাবু-র । তাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এর সরব হন তিনি । সে সময় সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়ের কাছে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ জানান । কিন্তু অভিযোগের প্রতিকার না হওয়ায় ২০১৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি আইএনটিটিইউসি থেকে পদত্যাগের ঘোষণা করেন ।২০১৯ সালের সোমনাথ বাবু তৎকালীন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে তৃণমূলে যোগদান করেন । তবে কোন সাংগঠনিক পদ তাকে দেওয়া হয়নি । তাই দলে যোগ দিলেও তিনি নিষ্ক্রিয় ছিলেন এতদিন । সম্প্রতি সোমনাথ বাবু নকশালের পুরনো সহকর্মীদের সাথে যোগাযোগ গড়ে তোলেন । তাদের সাথে আলাপ-আলোচনা করে লিবারেশন দলে যোগদানের সিদ্ধান্ত নেন । আগামী ৭- নভেম্বর আসানসোল বিএনআর মোড়ে “রবীন্দ্র ভবন”-এ লিবারেশন দলের ডাকে একটি গন কনভেনশন কমসূচি রয়েছে । উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যরা । সেখানেই সোমনাথ বাবু লিবারেশন দলে যোগ দেবেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ।