প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার জ্যোতিষ
আমার কথা, দুর্গাপুর, ১৩ জানুয়ারী:
এক রত্ন ব্যবসায়ীর থেকে রত্ন কেনার পরে সেই টাকা না দিয়ে দিনের পর দিন টালবাহানা করার অভিযোগে দুর্গাপুরের এক জ্যোতিষকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত জ্যোতিষের নাম প্রসাদ রায়। পুরুলিয়ার রত্ন ব্যবসায়ী মির্জা আলির অভিযোগের ভিত্তিতেই ওই জ্যোতিষকে গ্রেফতার করে পুলিশ।
আদ্রার বাসিন্দা রত্ন ব্যবসায়ী মির্জা আলি জানান, প্রসাদ রায়ের সাথে দীর্ঘ ৫-৬ বছর ধরে ব্যবসা করছেন তিনি। কলকাতা থেকে দামি দামি রত্ন কিনে তিনি ওই জ্যোতিষকে সরবরাহ করতেন। এই ভাবে মির্জা আলির কাছে প্রায় ৪৯ লক্ষ ৪০ হাজার টাকার দেনা করে ফেলেন প্রসাদ রায় আর সেই টাকা প্রথমে তিনি দিতে অস্বীকার করেন। পরে ওই টাকার চেক দেন মির্জা আলিকে। কিন্তু সেই চেকও বেশ কয়েকবার বাউন্স হয়ে গেলে শেষে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানান মির্জা আলি। ওই রত্ন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আজ শনিবার প্রসাদ রায়কে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে তোলে পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।
মির্জা আলি আরো জানান যে, এর আগেও ওই জ্যোতিষীর বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল যা নিউটাউনশিপ থানার আধিকারিকের মধ্যস্থতায় টাকা পেয়েছিলেন পুরুলিয়ার ওই ব্যবসায়ী।