পানাগড় বাইপাসে গার্ডওয়ালে ধাক্কা লেগে মৃত্যু বাইক আরোহীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১সেপ্টেম্বরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পানাগড়ে ২নং জাতীয় সড়কের বাইপাসের উপর। মৃতের নাম অরিন্দম সামন্ত(৪৮)। পূর্ব বর্ধমানের শ্রীপল্লী এলাকার বাসিন্দা ছিলেন। বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে নিয়ন্ত্রণ হারিয়ে পানাগড় বাইপাসের সোঁইয়াই মোড়ে ডিভাইডারে ধাক্কা মারে ওই বাইক আরোহী। মাথার থেকে হেলমেট খুলে ছিটকে বেরিয়ে গেলে মাথা ঠুঁকে যায় গার্ডোয়ালে। গুরুতর চোট পান মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।