নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আমার কথা, অন্ডাল, ৭মে:
সিদুলি রেলস্টেশন ফটক সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। মৃতের নাম নিভা আচার্য (৭০)। এদিন সকালে পথচারীরা রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত মহিলার বাড়ি দক্ষিণখন্ড গ্রামের হাঁসডিয়া এলাকায়।
মৃতের ছেলে সজল আচার্য জানান মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যেই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আবার ফিরেও আসতেন। এদিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বলে জানান সজল বাবু।