ডিএসপির দুর্ঘটনায় ৬ আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে খুনের অভিযোগ
আমার কথা, দুর্গাপুর, ১২ মার্চঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস বিভাগে দুর্ঘটনায় জখম এক আধিকারিক সহ ৫ জন শ্রমিকের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজন ট্রেড অ্যাপ্রেনটিসের। বাকি তিনজনের অবস্থাও সংকটজনক। এই ঘটনাকে ঘিরে কারখানা কর্তৃপক্ষের উপর ক্রমশ চাপ বাড়ছে। শ্রমিক মহলের ক্ষোভের পারদ চড়ছে। শ্রমিক সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এর প্রতিবাদে। এর পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক আজ মঙ্গলবার কর্তৃপক্ষের সাথে বন্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, কর্তৃপক্ষের কাছে দাবি রাখা হয়েছে যে দুজন মারা গিয়েছে তাদের আর্থিক ক্ষতিপুরণ দেওয়া হবে। আর পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরী দেওয়ার ব্যাপারেও কথা বলা হয়েছে। এই বিষয়টি নিয়েও যা নিয়ম কানুন আছে তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান অভিজিৎ ঘটক।
পাশাপাশি এও জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানায় এই দুর্ঘটনায় কারখানার ছয়জন আধিকারিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের দায়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে তাঁরা হলেন, দীপ্তেন্দু ঘোষ (ইডি ওয়ার্কস), বিকাশ মানাহাটি (সিজিএম(তিস), অঞ্জনী কুমার শারন(সিজিএম(পিএন্ডবি), বি পি রাও(সিজিএম এসেমেস), সৌমেন চ্যাটার্জি(ডিএসও) এবং সেফটি অফিসার। এদের বিরুদ্ধে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ১৩ মার্চ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিটু অনুমোদিত) এর পক্ষ থেকে বেলা ২টো ৩০ নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে একটি বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।