একদিন পর উদ্ধার বাবলুর নিথর দেহ, পুলিশের গাফিলতির অভিযোগে দুর্গাপুরে পথ অবরোধ স্থানীয়দের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭সেপ্টেম্বরঃ
অবশেষে বারো ঘন্টা পরে অজয়ের জল থেকে উদ্ধার হল বাবলুর নিথর মৃতদেহ। বিপর্যয় মোকাবিলার দল এসে বাবলুর মৃতদেহ উদ্ধার করে। ওই যুবকের মৃতদেহ উদ্ধার হতেই শোকে ভেঙ্গে পড়ে বাবলুর পরিবার। এদিকে বাবলুকে উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠছে স্থানীয়দের তরফে। তাদের অভিযোগ, গতকাল বেলা ১২টা ৩০ নাগাদ অজয়ের জলে স্নানে নেমে তলিয়ে যায় বাবলু। পুলিশকে খবর দিলেও উদ্ধারকারী দল আসে বিকেলের পরে। তাই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর অন্ধকার হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয় উদ্ধারের কাজ। কিন্তু সকাল হলেও ঘটনাস্থলে পুলিশ কিংবা উদ্ধারকারী দলের কাউকেই দেখতে পাওয়া যায়নি আর তাতেই ধৈর্যের বাধ ভাঙ্গে এলাকাবাসীদের। তাঁরা দফায় দফায় অজয় নদের ফেরিঘাট ও শিবপুর মুচিপাড়া রোড অবরোধ করেন, যার জেরে যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই রাস্তায়। এরপর বেলা বারোটা নাগাদ পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
প্রসঙ্গতঃ বীরভূমের বোলপুরের বাসিন্দা ওই যুবক বাবলু হাজরা কাঁকসা থানার অন্তর্গত বিদবিহারের কৃষ্ণপুরে বাবা মায়ের সাথে বেড়াতে এসেছিল। গতকাল অজয়ের জলে বন্ধুদের সাথে স্নান করতে নেমে তলিয়ে যায় বাবলু। উদ্ধারকার্য নিয়ে একদিকে যেমন প্রশাসনিক গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তেমনি অভিযোগ উঠছে বালি মাফিয়াদের দাপটে অজয়ের বুকে তৈরী হওয়া বালিখাদ নিয়েও। এই এলাকাগুলিতে বিপজ্জনক বলে চিহ্নিতকরণ করা হয়নি। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটল।