দুর্গাপুরে জাতীয় সড়কের উপর কারখানার চলন্ত বাসে আগুন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯অক্টোবরঃ
কারখানার কর্মীদের নিয়ে ফেরার পথে বাসে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসযত্রীদের। ঘটনাটি ঘটেচগে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত খয়রাসোল এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া এলাকায় একটি বেসরকারি কারখানা থেকে পঁচিশজন কর্মীকে নিয়ে বাসটি দুর্গাপুরে ফিরছিল। আচমকা দু নম্বর জাতীয় সড়কে নিউ টাউনসিপ থানা এলাকার খয়রাশোলের কাছে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসের ভিতরে পঁচিশ জন যাত্রী ছিল। বাস দাঁড় করিয়ে দিলে বাসের যাত্রীরা এবং চালক নেমে যায়। কয়েক মিনিটের মধ্যে বাসটি দাও দাও করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় দমকল ওসি সত্যব্রত রায়।