মমতা বন্দোপাধ্যায়ের জয়ের কামনায় দুর্গাপুরে বিশ্বনাথ পাড়িয়ালের উদ্যোগে মহাযজ্ঞ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ সেপ্টেম্বরঃ
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। ভবানীপুর কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়ী হন তাই সোমবার সকালে মহা যজ্ঞের আয়োজন করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল।
দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের দামোদর কলোনি এলাকায় শ্রমিকদের নিয়ে এবং এলাকার বাসিন্দাদের নিয়ে মহাযজ্ঞের আয়োজন করা হয়।
বিশ্বনাথ পাড়িয়াল জানিয়েছেন যে আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং।
মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়ী হন সেই কারণে তিনি উদ্যোগ নিয়ে মহাযজ্ঞের আয়োজন করেছেন। স্থানীয় একটি মন্দিরে এই যজ্ঞের আয়োজন করেছেন তিনি এবং এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এর সাফল্য কামনা করে ৫ কিলো ঘি এবং ৫০ কেজি কাঠ জ্বালিয়ে মহাযজ্ঞ করেন তৃণমূল কর্মীরা।