জখম বানরকে আগলাতে অন্ডালে জনজীবনকে থমকে দিলো সঙ্গী বানরের দল
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২১নভেম্বরঃ
গাড়ির ধাক্কায় জখম একটি বানরকে উদ্ধার করতে এসে সঙ্গী বানরদের উৎপাতে আতঙ্ক ছড়ানো এলাকায়। রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল-উখরা রাস্তার দক্ষিণখন্ড কালীবাড়ি মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে নটা নাগাদ কালীবাড়ি মোড়ে রাস্তা পারাপার করার সময় মারুতি গাড়ির ধাক্কায় একটি বানর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। সংজ্ঞাহীন বানরটিকে উদ্ধার করতে এগিয়ে আসে ১০-১৫ টি সঙ্গী বানর। আহত বানরটিকে ঘিরে তারা রাস্তায় উৎপাত শুরু করে। যার ফলে আতঙ্ক ছড়ায় পথচলতি মানুষ জন ও স্থানীয় দোকানদারদের মধ্যে। ভয়ে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু যানবাহন ও প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো মানুষজন। মিনিট পনেরো কুড়ি পর আহত বানরটির জ্ঞান ফিরলে তাকে নিয়ে সঙ্গী বানরগুলি এলাকা ছেড়ে চলে যায়। তারপরে রাস্তা দিয়ে শুরু হয় যানবাহন চলাচল। স্বাভাবিক হয় পরিস্থিতি।