ডিএসপি টাউনশিপে বিতর্কিত প্লাস্টিকের স্তুপ থেকে ভয়াবহ অগ্নিকান্ড
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বরঃ
এ বছরের শীতে এখনো সেভাবে দুর্গাপুরের বাসিন্দাদের দেখা যায়নি ফাঁকা জায়গায় জমায়েত করে আগুন জ্বালিয়ে গা গরম করতে। কারন এ বছর এখনো শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি। কিন্তু বছর শেষের দিন দুয়েক আগে রবিবার ভর সন্ধ্যেবেলা আগুনে তেঁতে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের সি আর দাস রোড ও দেশবন্ধু নগরের সংযোগস্থলে একটি মাঠ। দাউ দাউ করে জ্বলে উঠল ওই ফাঁকা মাঠে মজুত করা প্লাস্টিক। প্রচুর পরিমানে জমে থাকা প্লাস্টিকে আগুন ধরলো কিভাবে তা যদিও জানা যায়নি। তবে এলাকাবাসীদের অভিযোগ সেকেন্ডারি রোডের এক বাসিন্দা যার একটি কারখানা রয়েছে। সেই কারখানার প্লাস্টিক এনে মজুত করা হতো ওই মাঠে। দীর্ঘদিন ধরেই এই মজুতের কাজ চলছিল। স্থানীয়রা আপত্তি জানালেও কাজ হয়নি। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এদিনের এই অগ্নিকান্ডের জেরে প্রচুর কালো ধোঁয়ার সৃষ্টি হয় যা এলাকাবাসীদের শারীরিকভাবে ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে পরিবেশবিদদের অভিযোগ, যেখানে এই শহরকে গ্রিন সিটি করার লক্ষ্যে নানা কর্মসূচী নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে এরকম একটি জনবসতিপূর্ণ এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন প্লাস্টিকের মতো দাহ্য বস্তু মজুত করা হচ্ছিল?