রাস্তার উপর বিশালাকার গাছ পড়ে বিপত্তি, বন্ধ যান চলাচল
আমার কথা, অন্ডাল, ১১ আগস্ট:
উখরা-মাধাইগঞ্জ রোডের আনন্দ মোড়ে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি বিশাল তেঁতুল গাছ শিকড় উপড়ে পড়ে যায় রাস্তার উপর, যার ফলে ভোর রাত থেকে ওই রাস্তা দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় অন্ডাল থানার ট্রাফিক গার্ড ওসি প্রবীর কুমার পাল সহ ট্রাফিক কর্মীরা। গাছ কাটার লোক এনে শুরু হয় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরানোর কাজ। অন্যদিকে গুরুত্বপূর্ণ রাস্তাটি গাছ পড়ার কারণে বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত হয়। এই রাস্তা দিয়ে শিবপুর বর্ধমান রুটে তিনটি বড় বাস সহ একাধিক মিনিবাস চলাচল করে। গাছ পড়ে থাকার কারণে সেই বাসগুলি এদিন গন্তব্যে যেতে পারেনি। ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এই রাস্তাতে উখড়া থেকে চনচনির দিকে যাবার সময় বাম হাতে যেখানে ভেঙ্গে পড়া গাছটি ছিল তার পাশেই রয়েছে একাধিক দোকান। দোকানদারেরা জানান কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে গাছের শিকড় নরম হয়ে যাওয়ার কারণেই সম্ভবত গাছটি শিকড় উপড়ে পড়ে গেছে। তবে কোন দোকান বা সম্পত্তির ক্ষতি হয়নি। ভোর বেলার পরিবর্তে দিনের বেলায় ঘটনাটি ঘটলে জীবন হানির মত বড় ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
অন্যদিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের ওসি প্রবীর পাল জানান গাছটি খুব বড়, তাই পড়ে থাকা গাছ কেটে সরাতে সময় লাগবে। দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।