সিটিসেন্টারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার একাকি বৃদ্ধা, নেপথ্যে দালালচক্র ?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ জুলাইঃ
রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করা হল দুর্গাপুরের অভিজাত এলাকা সিটিসেন্টার থেকে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল ঐ বৃদ্ধাকে। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের এই ঘটনায় এখন আতঙ্কিত গোটা এলাকা। ঘটনা জানাজানি হয় রবিবার সকাল ৯.৩০ টা নাগাদ। সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বীথির ৩/১৯ নম্বর আবাসনে একাই থাকেন অপর্ণা ভট্টাচার্য(৭০) নামে এক বৃদ্ধা। দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স ছিলেন, স্বামী বছর দশেক আগে মারা যান, একমাত্র মেয়ের মুম্বাইয়ে বিয়ে হওয়াতে ঘরে একাই থাকতেন অপর্ণা দেবী, আর তাঁকে দেখাশোনার জন্য থাকতেন অপর্ণা নামে এক পরিচারিকা। আজ সকালে অপর্ণা ভট্টাচার্য্য নামে ঐ বৃদ্ধার চিৎকার শুনতে পান পাড়ার লোকজন। ঘরের দরজা তখন খোলাই ছিল। অপর্ণা দেবীর বাড়ীর ছাদে উঠে গিয়ে পড়শিরা দেখতে পান রক্তাত্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। পড়শিরা জিজ্ঞেস করতেই ঐ বৃদ্ধা বলেন তাকে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে মেরেছে পরিচারিকা অপর্ণা, পড়শিরা এই খোঁজ নিতে নিতে দেখতে পান পরিচারিকা অপর্ণা বাড়ীর নিচে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে দুই জনকেই স্থানীয়দের তৎপরতায় দুর্গাপুরের বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করলেও স্থানীয়রা এতে আস্বস্ত হতে পারছেন না। অবিলম্বে তারা এলাকায় সিসিটিভি বসানোর দাবী জানিয়েছেন। পাশাপাশি তারা এও সন্দেহ করছেন যেহেতু ওই বৃদ্ধা বাড়িতে একা থাকেন তাই এই ঘটনার পেছনে কোনো দালালচক্র কাজ করলেও করতে পারে। অন্যদিকে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এই ঘটনা ঘটায় এখন ব্যাপক আতঙ্ক গোটা এলাকা জুড়ে। দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে, যদি দিনের আলোয় এমন ঘটনা ঘটে তাহলে বিষয়টি যে আতঙ্কের তিনি মেনে নেন। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিরোধী শিবিরেও।