এবার করোনা যুদ্ধে মারা গেলেন আসানসোলের এক সাংবাদিক, শোকের ছায়া সাংবাদিক মহলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৩ আগস্টঃ
আবারো মৃত্যু হল এক করোনা যোদ্ধার, এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সাংবাদিকের। এক সর্বভারতীয় হিন্দি কাগজের সাংবাদিক সঞ্জীব কুমার সিনহা যিনি আসানসোলে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছিলেন আজ বৃহস্পতিবার রাঁচির একটি হাসপাতালে মারা গেলেন।
সঞ্জীব কুমার সিনহা ঝাড়খন্দের মাইথনের বাসিন্দা ছিলেন। কর্মসুত্রে আসানসোলে থাকতেন। জুলাই মাসের শেষের দিকে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে আসানসোলে একটি বেসরকারী হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছিল। সেখানেই তাঁর লালারস পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে সেখান থেকে বোকারোর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর তাঁকে রাঁচির হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
জানা গেছে, আজ সকালে ওই হাসপাতালের শৌচাগারে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। সম্ভবতঃ তিনি শৌচাগারে পড়ে গেছিলেন। তাঁকে সেখান থেকে তুলে বিছানায় নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা করেন সঞ্জীববাবুকে মৃত বলে জানান।
সুত্রের খবর সঞ্জীববাবুর স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হয়ে ধানবাদ্বে একটি হাসপাতালে চিকিৎসাধীন সাথে তাঁর দুই ভাই করোনা পজিটিভ। তারা রাঁচিতে চিকিৎসাধীন রয়েছেন।