ডুবুরডি চেকপোস্টে পুলিশকে উপেক্ষা করে পালিয়ে গেল আলু বোঝাই লরি
আমার কথা, আসানসোল, ১২ আগস্ট:
ভিন রাজ্যে আলু বোঝাই ট্রাক যাতে না যেতে পারে তার জন্য সজাগ রয়েছে কুলটিট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। কিন্তু জীবনের ঝুকি নিয়ে নজরদারিতে সদা সতর্ক রয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে। আলু বোঝাই ট্রাক ও গাড়ি থামিয়ে চেকিং করে কাগজপত্র খতিয়ে দেখে পুনরায় ট্রাক ও গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে কোনো ভাবেই ভিন রাজ্যে আলু যেতে না পারে। সোমবার পুলিশের এই চেকিং চলাকালীন আলুবোঝাই ট্রাক আটকাতে গেলে একটি ট্রাক দ্রুতগতিতে চেকপোস্টে থাকা গার্ড রেল ধাক্কা মেরে বেরিয়ে যায়।কিন্তু পুলিশের পক্ষ থেকে ট্রাকটি আটকানোর চেষ্টা করা হলেও ট্রাকটি পালিয়ে যায়। যদিও পুলিশ গাড়িটির পিছনে ধওয়া করে ট্রাকটি ধরার চেষ্টা করে। তদন্ত করছে পুলিশ। তবে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কর্তব্যরত পুলিশেরা।