দুর্গাপুরে প্রচুর ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই ভিন জেলার বাসিন্দা
আমার কথা, দুর্গাপুর, ১ এপ্রিলঃ
ভোটের হাওয়া বইতে শুরু করতে না করতেই জেলা জুড়ে কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তো কোথাও মাদক উদ্ধার চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকওভেন থানার পুলিশ প্রায় ৫০০ গ্রাম মাদক(ব্রাউন সুগার) উদ্ধার করে। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারকারী দুই যুবককে রবিবার রাতে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২.৫ লক্ষ টাকা। জানা গেছে,নদীয়ার বাসিন্দা দুই যুবকের নাম মহম্মদ শেখ(২০) ও আসাবাদ্দিন মল্লিক(২৬)। ধৃতদের আসানসোল আদালতে পেশ করে তাদের ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গতঃ চলতি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারীতে দুর্গাপুরের ডিভিসি মোড়ে একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৪০ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার হয়েছিল আসানসোলের দুই বাসিন্দা। কিন্তু এবারে উদ্ধার হওয়া মাদকের পরিমান বিশাল। স্বভাবতই প্রশ্ন উঠছে এত মাদক এই শহরে আসছে কোথা থেকে? আর কেনই বা এই শহরে এত মাদকের আমদানি হচ্ছে? উল্লেখ্য এই শহর একাধারে শিক্ষার হাব। এখানে প্রচুর সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভিন জেলা বা রাজ্য থেকে ছেলে মেয়েরা এই শহরে থেকে পড়াশুনা করে। এই তরুণ প্রজন্মই কি এদের টার্গেট?