প্রচুর চোরাই মোবাইল ও বাইক স্কুটি উদ্ধার দুর্গাপুরে, গ্রেফতার এক যুবক
আমার কথা, দুর্গাপুর, ২৬ ডিসেম্বরঃ
বড়দিনের দিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকওভেন থানার পুলিশের বড় সাফল্য। প্রচুর মোবাইল ফোন ও বেশ কিছু বাইক ও স্কুটি উদ্ধার হল। সাথে এই ঘটনার সাথে যুক্ত এক অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা এদিন একটি সাংবাদিক বৈঠকে জানান, পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৬০টি মোবাইল ফোন ও ১৬ টি বাইক ও স্কুটি উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এই মোবাইল ফোন ও বাইক স্কুটি গুলি চুরি হয়েছিল। এর পাশাপাশি চুরির তদন্ত করতে গিয়ে থানা এলাকার বাসিন্দা উজ্জ্বল প্রামাণিক(৩২) নামে এক দুষ্কৃতিকে গ্রেফতারও করা হয়। এর পর যাদের গাড়ি ও মোবাইল চুরি হয়েছে আমরা তদন্ত করে ফেরত দেব। সুত্র অনুযায়ী সাথে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এই যুবক রিসিভার হিসেবে কাজ। চুরির মোবাইল ফোন বা বাইক কিনে বাজারে বিক্রি করে দেওয়ার কাজটাই মূলতঃ করতো উজ্জ্বল। এছাড়াও ডিসিপি(পূর্ব) জানান, সাধারনতঃ দেখা যাছে খুব অল্প টাকার জন্য এই ধরনের চুরির মতো অপরাধ ঘটাচ্ছে উজ্জ্বলদের মতো এই অপরাধীরা। তাই এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে গত তিন চার মাস ধরে আমরা আরো একটি কাজ শুরু করেছি। এদের পরিবারের সাথে কথা বলে ২০-২৫ জনকে ছয়মাসের জন্য বিভিন্ন সেন্টারে রিহ্যাবিলিটেশনের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। আগামীদিনেও আমরা এই কাজ চালিয়ে যাবো।