প্রয়াত সিপিআই(এম) নেতা শ্যামল চক্রবর্তীর স্মরনে শিল্পাঞ্চল দুর্গাপুরে শোকমিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ আগস্টঃ
লড়াই শেষ, প্রয়াত হলে বর্ষীয়ান সিপিআই(এম) নেতা শ্যমাওল চক্রবর্তী। আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রনাত হয়ে কলকাতায় বাইপাসের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন এই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। তবে দীর্ঘদন ধরে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমন ছিল। এর আগেও বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার অবস্থার অবলতিও হয়। সোমবার কিছুটা উন্নতি হলে ফের ভেন্টলেশনের সাপোর্টে রাখতে হয় তাঁকে। এরপর থেকে তিনি আর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না।
এই প্রবীন বর্শীয়ান পোড় খাওয়া রাজনৈতিক ব্যাক্তিত্বের মৃত্যুতে গভীর শোক্বের ছায়া নেমে এসেছে লাল শিবিরে। শ্যামল চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানানো হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। শিল্পাঞ্চল দুর্গাপুরেও এই প্রবীন নেতার প্রয়ানে শোক প্রকাশ করা হয়। সাথে একটি শোক মিছিল বের করা হয় সিপিআই(এম) এর পক্ষ থেকে। মিছিলটি দুর্গাপুর স্টেসন থেকে বেরিয়ে শ্যামপুর মোড়ে গিয়ে শেষ হয়।
সিপিআই(এম) নেতা পঙ্গকজ রায় সরকার এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন যে, “দক্ষ এক নেতাকে হারালো দল, দলের এক অপূরনীয় ক্ষতি হয়ে গেল। ওনার শূণ্যতা কখনোই পূরণ হবে না।”